Hey! Welcome To Problem Solving Concept.

This year, we decided to at least thousand student to attend Facebook Hacker Cup, ICPC and Hackathon . We have friendly environment to learn and share knowledge to each other.

প্রবলেম সলভিং এ হাতেখড়ি - নতুনদের জন্য

  • কিভাবে করব প্রবলেম সলভিং?


  • শুরুর আগেঃ আমরা যারা প্রোগ্রামিং এ নতুন , প্রায়ই বড় ভাই/আপুদের মুখে শুনে থাকি যেকোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে প্রবলেম সল্ভিং শুরু করে দাও কোথায় করব ? এটা অনেকে বলে দিলেও , কিভাবে করব সেটা শিখিয়ে দেয়ার মত মানুষ খুব কমই পাওয়া যায় । আবার আমরা সেভাবে তাদের খোঁজার সময়ও পাইনা , অনেক ব্যাস্ত -_- আমি আবার খুব সহৃদয়য়বান। সেই দুর্লভ ব্যাপারটাকে হাতে কলমে বুঝিয়ে দেবার জন্যই আজকের এই লেখা।প্রোগ্রামিং এর শুরু অনেকের অনেক ল্যাংগুয়েজ দিয়ে হতে পারে , পাইথন , জাভা তবে বেশিরভাগই সি দিয়ে শুরু করে। যারা এই ব্লগটি পড়ছ অর্থাৎ অনলাইন জাজ এ প্রবলেম সল্ভিং শুরু করতে চাচ্ছ , আমি ধরে নেব সি - বেসিক মোটামোটি ক্লিয়ার। না হলে সুবিন ভাইয়ের কম্পিউটার প্রোগ্রামিং বইটা পড়ে নিতে পারো। নতুনদের জন্য সবাই ই URI Online Judge সাজেস্ট করে , এখানকার প্রবলেম গুলা মোটামোটি সহজ হয়ে থাকে।

    Ready to dive in?Start Problem Solving class.